যুক্তরাষ্ট্রের কারণেই ফিলিস্তিনে নৃশংসতা অব্যাহত রেখেছে ইসরাইলঃ চীন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের কারণেই ফিলিস্তিনে ইসরাইলি নৃশংসতা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো ব্যবস্থা নেয়নি বলে মন্তব্য করেছে চীন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই এ বিষয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। রোববার চীনের রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ওপর এসব অভিযোগ আনেন ওয়াং ই। ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাতে ইসরাইলের পক্ষ নেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কারণেই দীর্ঘ কয়েক দশকের এই সংকট নিরসন হচ্ছে না। ওয়াং ই বলেন, ‘ওই অঞ্চলের সংকট দু’পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে অনেক আগেই সমাধান করতে পারতো নিরাপত্তা পরিষদ।