যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন অরেগন রাজ্যের অ্যাটর্নি জেনারেল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন অরেগন রাজ্যের অ্যাটর্নি জেনারেল এলেন রোজেনব্লেম।
পোর্টল্যান্ডের বিক্ষোভ থেকে কয়েকজনকে ‘বেআইনিভাবে আটক’ করার অভিযোগ এনে মামলাটি করেন তিনি। মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে পুলিশী বর্বরতার বিরুদ্ধে পোর্টল্যান্ডের আন্দোলনকারীরা রাতের বেলা বিক্ষোভ করে আসছিলেন। গত সপ্তাহে ‘শনাক্ত করা যায় না’ এমন গাড়িতে করে এসে কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তারা জোর করে কয়েকজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে যান এবং ব্যাখ্যা ছাড়াই তাদের আটকে রাখেন বলে অরেগনের একটি সম্প্রচার মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।