যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি চীন
- আপডেট সময় : ০৮:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি চীন। দেশটির গুপ্তচরবৃত্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে বড় হুমকি হয়ে উঠবে।
এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার পরিচালক ক্রিস্টোফার রে। মঙ্গলবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। ক্রিস্টোফার রে বলেন, দুনিয়ার একমাত্র পরাশক্তি হওয়ার জন্য চীন উঠেপড়ে লেগেছে।যে কোনও উপায়ে তারা এটা অর্জন করতে চায়। ক্রিস্টোফার রে বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়াদি, দরকারি ডাটা সব বিষয়েই চরবৃত্তি করছে বেইজিং। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে তারা ঘুষ ও ব্ল্যাকমেইলের আশ্রয় নিচ্ছে । তারা যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সম্পর্কিত গবেষণার তথ্য পাওয়ারও চেষ্টা করছে। চীনা গুপ্তচরবৃত্তির পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রও এখন দেশটির ব্যাপারে ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে বলে জানান সিআইএ প্রধান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ হাজার পাল্টা গোয়েন্দা অনুসন্ধানের প্রায় অর্ধেকই চীন সম্পর্কিত।