যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ অনেকে। এ ঘটনায় মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
টেনেসি অঙ্গরাজ্যে গত শনিবার ৩৮ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়াবিদেরা ভয়াবহতার দিক দিয়ে এ বন্যাকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অঙ্গরাজ্যটির হাম্পফ্রে কাউন্টি। সেখানেই ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে গতকাল জানিয়েছে টেনেসির স্বাস্থ্য বিভাগ। এদিকে বন্যার পানিতে টেনেসির রাস্তাঘাট ও সেতুগুলো তলিয়ে গেছে। বিদ্যুৎ–বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যাকবলিত মানুষকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। উদ্ধারকারীরা বাড়ি বাড়ি গিয়ে লোকজনের খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।