যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেবার আগেই সরকার অপপ্রচার করছে : মান্না
- আপডেট সময় : ০৮:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
গণআন্দোলনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে সুষ্ঠু নির্বাচনের চাপ স্বীকার না করে নিষেধাজ্ঞার উপর দায় চাপিয়ে সরকার ক্ষমতা ছাড়তে চাইছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না। জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা শুরুর আগে সমাবেশে একথা বলেন তিনি। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, জনগণ রাজপথ দখলে নিলে, ক্ষমতাসীনরা পালাতে বাধ্য হবে।
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ের ধারাবাহিক কর্মসূচি হিসেবে পদযাত্রা করে গণতন্ত্র মঞ্চ। পদযাত্রা শুরুর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম দেশের সার্বিক পরিস্থিতিতে সরকারের তীব্র সমালোচনা করে নতুন রাষ্ট্রব্যবস্থা কায়েম ও দেশরক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহবান জানান।
অন্যায়ভাবে হামলা-মামলা ও আক্রমণ করে সরকার- বিরোধী কন্ঠকে দমন করতে চায় জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক- সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতন আন্দোলন সফল করার আহ্বান জানান।জনঅধিকার আদায়ের আন্দোলন প্রতিহত করতে চাইলেও যুগপৎ ধারায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেবার আগেই সরকার অপপ্রচার করছে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রায় অংশ নেন গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা। পল্টন, গুলিস্তান মোড় হয়ে পদযাত্রা শেষ হয় বাহাদুরশাহ পার্কে গিয়ে।