যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
- আপডেট সময় : ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
প্রেসিডেন্ট নির্বাচিত হতে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট পদ পেতে ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের জন্য লড়ছেন তারা। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজে জয় পেতে হবে একজন প্রার্থীকে। কিন্তু এ পর্যন্ত ঘোষিত ৪৫১টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ট্রাম্প পেয়েছেন ২১৩টি। ইলেক্টোরাল ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। তবে, জয় পাচ্ছেন এমন নিশ্চয়তার সুরেই কথা বলছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প।
নির্বাচনের সব শেষ পরিস্থিতি নিয়ে দুপুরের পর হোয়াইট হাউজ থেকে বক্তব্য রেখেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
এর আগে টুইটারে দেয়া মন্তব্যে ট্রাম্প অভিযোগ করেন, প্রতিপক্ষ ভোট চুরির চেষ্টা করছে। তবে এমন অভিযোগের কোন প্রমাণ দিতে পারেননি তিনি। নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়ার অভিযোগে এরই মধ্যে ট্রাম্পের এই টুইটে সতর্কবার্তা লাগিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে ভোটগণনা বন্ধে সুপ্রিমকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনে জয়ের দাবি করেও কেন তিনি আদালতে যাবেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
ইন্ডিয়ানা এবং কেনটাকি রাজ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট টুইট বার্তায় জানান, সারাদেশে রিপাবলিকান দল ভালো অবস্থানে আছে।
ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে হোয়াইট হাউসে বসেই নির্বাচন পর্যবেক্ষণ করেন ট্রাম্প।
দিনের শুরুতে ট্রাম্প– রাজ্য জয়ের প্রতিযোগিতায় ফ্লোরিডার ২৯টিতে, কেনটাকি রাজ্যের ৮টি ইলেকটোরাল কলেজে, ওয়েস্ট ভার্জিনিয়ার ৫টি এবং সাউথ ক্যারোলিনার ৯টি ইলেকটোরাল কলেজসহ ওহাইওতেও জয় পান।
সময়ের সাথে এই জয়ের সংখ্যা আরো বেড়েছে। তবে পিছিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে। নির্বাচনের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, নির্বাচনের রাতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে ট্রাম্পবিরোধী স্লোগান দেন। এখন পর্যন্ত বেশকয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।