যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের দ্বিতীয় স্তরে উন্নীত হওয়া বড় অর্জন
- আপডেট সময় : ০৭:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের দ্বিতীয় স্তরে উন্নীত হওয়া বড় অর্জন- বললেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সামনের দিনগুলোতে এই নজরদারি আরও বাড়ানো হবে। পাশাপাশি অবৈধ এজেন্সীসহ পাচারকারীদের ব্যাপারে জনসাধারণকে সজাগ থাকারও পরামর্শ দেন মন্ত্রী।
সারা বিশ্বের মানবপাচার নিয়ে যুক্তরাষ্ট্র চারটি ক্যাটাগরিতে দেশগুলিকে ভাগ করে। সেগুলি হচ্ছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর নজরদারি -ওয়াচলিস্ট ও তৃতীয় স্তর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প মানবপাচার সুচকের রিপোর্ট উদ্বোধন করেন।
গত তিন বছর ধরে দ্বিতীয় স্তরের নজরদারি তালিকায় ছিল বাংলাদেশ। এ বছর পরিস্থিতির উন্নতি হওয়ায় দ্বিতীয় স্তরে উঠে আসে। এতে খুশী পররাষ্ট্রমন্ত্রী জানান, এখানেই থামলে হবে না বরং আরো এগোতে হবে।
মন্ত্রী এ সময় পাচারকারীরা দেশের শত্রু উল্লেখ করে তাদের ধরিয়ে দিতেও আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল মানবপাচার সংক্রান্ত মামলার বিচার না হওয়া। এ বিষয়ে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এলিস ওয়েলস ঢাকা সফরের সময়ে বাংলাদেশ সরকারকে অবহিত করেছিলেন। মন্ত্রী জানান, সব পরামর্শ নিয়েই নিরপদ অভিবাসন নিশ্চিতে কাজ করছে সরকার।