যুক্তরাষ্ট্রে দাবানলে আগুনে অন্তত ৬ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলে আগুনে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে শতশত ঘরবাড়ি ।
অনেক জায়গায় উদ্ধারকর্মী পৌঁছানো অসম্ভব হয়ে পড়ায় আগামী কয়েক দিনে আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সতর্কতা জারি করা হয়েছে । অরেগনের গভর্নর কেট ব্রাইন বলেছেন, অন্তত ৫টি শহর ধ্বংস হয়ে গেছে এবং ব্যাপকভাবে লোকদের অঙ্গরাজ্যের উত্তরপশ্চিমাঞ্চলে সরিয়ে নেয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের ইতিহাসে দাবানলের কারণে এটি সবচেয়ে বেশি প্রাণ ও সম্পদহানির ঘটনা হয়ে উঠতে পারে। প্রতিবেশী ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে তীব্র শুষ্ক বায়ু ও তাপপ্রবাহের কারণে সপ্তাহান্তের পর থেকে দাবানল ছড়িয়ে পড়েছে।