যুক্তরাষ্ট্রে যে সরকারই আসুক, ইরানের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য থাকবে: হাসান রুহানী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে যে সরকারই আসুক না কেন, সে সরকার ইরানের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য থাকবে।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে একথা বলেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। এসময় তিনি বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না যুক্তরাষ্ট্র। ইরান মার্কিন নির্বাচন ও অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহারের বিষয় নয়। তিনি আরো বলেন, গত কয়েক দশক ধরে সাম্রাজ্যবাদী শক্তি প্রতিরোধ করতে সক্ষম হওয়ায় ইরানকে এর মূল্য পরিশোধ করতে হচ্ছে। কিন্তু তারপরও সাম্রাজ্যবাদী যেকোন শক্তিকে প্রতিরোধ করে যাবে ইরানের জনগণ।