যুক্তরাষ্ট্রে সেতু ধসের ঘটনায় চলা তল্লাশি অভিযান বাতিলের ঘোষণা
- আপডেট সময় : ০২:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের নগরী বাল্টিমোরে পণ্যবাহী জাহাজের ধাক্কায় সেতু ধসের ঘটনায় নিখোঁজ ছয় ব্যক্তির খোঁজে চলা তল্লাশি অভিযান বাতিল করার ঘোষণা দিয়েছে কোস্ট গার্ড। পরিস্থিতি পর্যালোচনা করে তারা ধারণা করছেন, ওই ছয় জন হয়তো আর বেঁচে নেই। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শ্রীলঙ্কায় যাওয়ার পথে সিঙ্গাপুরের মালিকানাধীন ৩০০ মিটার জাহাজটি দীর্ঘ ফ্রান্সিস স্কট কী সেতুতে ধাক্কা দেয়। ম্যারিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে বিদ্যুৎ বিপর্যয়ের কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। শিগগিরই ভেঙে পড়া ফ্রান্সিস স্কট কি ব্রিজের সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। সম্পূর্ণ ব্যয়ভার কেন্দ্রীয় সরকার বহন করবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেতু ধসের ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে আখ্যা দিয়ে বাইডেন বলেছেন, এ ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। এ ছাড়া ধ্বংসাবশেষ সরানোর কাজে যুক্ত হয়েছে সেনাবাহিনী।