যুক্তরাষ্ট্রে ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদের প্রার্থিতা করছেন ১২১৬ জন

- আপডেট সময় : ১২:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদের প্রার্থিতা করছেন ১২১৬ জন। চার বছর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিল ১৭৮০ জন।
বিশ্বে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে প্রেসিডেন্ট নির্বাচনে একসঙ্গে এত জন প্রার্থিতা করেন। আর আলোচনায় আসেন মাত্র দু’জন। বড় দুই দল রিপাবলিক ও ডেমোক্রেটিকদের দুই প্রার্থী নিয়েই মেতে ওঠেন মার্কিনিরা। আর বাকিরা ঝিমিয়ে পড়েন শোরগোলের বাইরে। অথচ দেশটির ফেডারেল ইলেকশন কমিশনের ৯ অক্টোবরের হিসাব পর্যন্ত সাংবিধানিকভাবে আমেরিকার নির্বাচনে তারাও প্রার্থী। অথচ ট্রাম্প ও বাইডেন ছাড়া বাকি এক হাজার ২১৪ জন প্রার্থীই রয়ে গেছেন আলোচনার বাইরে। তেমন সাড়া জাগাতে পারেননি তারা। খবর বিদেশী সংবাদ মাধ্যমের। অবশ্য এবারই প্রথম নয়, আমেরিকার প্রেসিডেন্ট পদ্ধতির শাসনের ২৩০ বছরের ইতিহাসে কখনও ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের প্রার্থীর বাইরে কেউ আবেদন তৈরি করতে পারেননি।