যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি রাজ্য প্রবল তুষার ঝড়ের কবলে পড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি রাজ্য প্রবল তুষার ঝড়ের কবলে পড়েছে। এতেব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গেছে বেশ কিছু গাছপালা, তুষারে ঢেকে আছে রাস্তাঘাট।
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ম্যাসাচুসেটস। ভারী তুষারপাতে ঢাকা পড়েছে সড়ক। দুর্ঘটনার কবলে পড়েছে বেশ কিছু যানবাহন। ওহিও, পেনসিলভেনিয়াসহ বেশ কয়েকটি রাজ্যে আরও তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। রোববারের তুষারঝড়ে এখনো বিদুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, ফ্লোরিডা, ভার্জিনিয়া ও কেন্টাকি রাজ্যের বিভিন্ন এলাকা। কানাডার বিভিন্ন অংশে ভারি তুষারপাত এবং বরফের স্তুপ জমা হয়েছে। ফলে ৮ কোটির বেশি মানুষের ওপর ঝড় ও তীব্র শীতের সতর্কতা জারি করা হয়েছে।