যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইইউ তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ

- আপডেট সময় : ১১:৪২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
শনিবার তেহরান সফররত হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লকের সঙ্গে সাক্ষাৎকালে এ অভিযোগ করেন তিনি । হাসান রুহানির দাবি, পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য সব পক্ষের উচিত পরমাণু সমঝোতা রক্ষা করা। এই কারণেই ইরান ইউরোপের সঙ্গে আলোচনার পথ বন্ধ করে দেয়নি। ইরানের ওপর যুক্তরাষ্ট্র একতরফা ও বেআইনি নিষেধাজ্ঞা দিয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে, সাক্ষাতে হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এ সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ভালো করেনি। হল্যান্ড পরমাণু সমঝোতা রক্ষার চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি ।