যুক্তি ছাড়াই বাজেটের সমালোচনা করছে কিছু বুদ্ধিজীবী : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
দেশ ভালো চলছে বলেই প্রতিবছর বাজেটের আকার বড় ও বাস্তবায়ন হচ্ছে। কিন্তু বিএনপি নেতাদের তা সহ্য হচ্ছে না বলেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ।
সকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ৬ দফা দিবসের আলোচনা সভায় তিনি আরো বলেন, ক্ষমতার হালুয়া রুটি খাওয়ার জন্যই বিএনপি’র প্রতিষ্ঠা হয়েছিলো। টানা ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকতে গিয়ে বিএনপি নেতারা হাঁপিয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে তারা পরাজিত হয়েছে। তাই ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাতের চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখে দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী। কোন রকমের যুক্তি উপস্থাপন না করে বিএনপি নেতাদের মতো এক শ্রেণির বুদ্ধিজীবীরা বাজেটের সমালোচনা করছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। সভায় মাহাতাব উদ্দিন চৌধুরী, আ.জ.ম নাছির উদ্দিনসহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।