যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দ্বিতীয়বারের মতো গাজায় হামলা চালিয়েছে ইসরাইল
- আপডেট সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দ্বিতীয়বারের মতো গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। আলজাজিরার খবরে বলা হয়েছে— ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার গাজার উত্তর-পশ্চিমে এবং উত্তরে বেইত লাহিয়ার বিভিন্ন স্থানে সশস্ত্র সংগঠনগুলোর অবস্থানে বিমান হামলা চালায়।
এ নিয়ে ২১ মে থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর দ্বিতীয়বারের মতো গাজায় হামলা চালালো ইসরাইল। এর আগে বুধবার গাজায় হামলা চালায় ইসরাইল। জাবালিয়ায় অবস্থিত একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়।হামাসের মুখপাত্র ফাউজি বারহৌম এক বিবৃতিতে বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর অবস্থানে হামলা নতুন ইসরাইলি সরকারের চরিত্র উন্মোচন করেছে।জনগণ এবং পবিত্র মসজিদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরোধ অব্যাহত থাকবে।আল আকসা টিভি জানিয়েছে, গাজার পশ্চিমাঞ্চলে একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করা হয়। ইসরাইলের হামলার পর হামাসের সদস্যরা মেশিনগান থেকে গুলি ছোঁড়ে। ফলে সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজাতে হয়েছে ইসরাইলের বাহিনীকে।ফিলিস্তিন থেকে ছোঁড়া এসব আগ্নেয় বেলুনের কারণে ইসরাইলের বিভিন্ন খামারে এবং জঙ্গলে আগুন লেগে যায়।ইসরাইলের দাবি, ফিলিস্তিন থেকে আগ্নেয় বেলুন ছোঁড়ার কারণে হামলা চালানো হয়েছে।