যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেন সরকারি বাহিনী এবং রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের গুলিবিনিময়
- আপডেট সময় : ০৮:৩৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের সরকারি বাহিনী এবং রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দেশটির পূর্বাঞ্চলে গুলিবিনিময় করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে ভয়াবহ সামরিক আক্রমণ শুরু করার দ্বারপ্রান্তে রয়েছে রাশিয়া। সৈন্য ফিরিয়ে নেয়ার দাবি জানিয়ে দেশটি বলছে, রাশিয়ার আর্টিলারি ফায়ার একটি ইউক্রেনীয় কিন্ডারগার্টেনে আঘাত হেনেছে।
শুক্রবার ভোরে বিদ্রোহী নিয়ন্ত্রিত পেট্রিভস্কে গ্রাম লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয় । লুহানস্ক পিপলস রিপাবলিক দাবি করেছে সেখানে মর্টার নিক্ষেপের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারও সেখানে গুলিবিনিময়ের অভিযোগ তোলে বিচ্ছিন্নতাবাদীরা। কিয়েভ এবং বিদ্রোহীরা ডনবাস অঞ্চলে আট বছর ধরে লড়াই চালিয়ে আসছে। দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আছে। এদিকে, রুশ সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার ইন চিফ ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু হচ্ছে। মহড়ায় ব্যালেস্টিক ও ক্রুজ- দুই ধরনের ক্ষেণাস্ত্রই ব্যবহার করা হবে।