যুদ্ধের দামামা বাজছে ইউক্রেনে
- আপডেট সময় : ০৮:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
যুদ্ধের দামামা বাজছে ইউক্রেনে। নিজ সীমান্তের কাছে রুশ সেনা মোতায়েনের ব্যাপারে ব্যাখ্যা দিতে রাশিয়াকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ইউক্রেন। যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত বলে সতর্কবার্তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো। এরইমধ্যে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেম দিয়েছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে স্নায়ু যুদ্ধ পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। যুদ্ধের আশংকায় হোয়াইট হাউস পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য, লাটভিয়া, নরওয়ে, ইসরায়েল, জাপান,এস্তোনিয়া ও কানাডা তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়তে জরুরি নোটিশ দিয়েছে।
এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পোল্যান্ডে নতুন করে তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের।
ইউক্রেন সীমান্ত ঘিরে রেখেছে দেড় লাখেরও বেশি রুশ সেনা। সীমান্তের কাছে রুশ সেনা মোতায়েনের ব্যাপারে ব্যাখ্যা দিতে রাশিয়াকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ইউক্রেন। এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, দুই দিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। আর হামলার শুরু হতে পারে আকাশপথে।