যুদ্ধের মধ্যেই ইউক্রেনের মুসলিমরা উদযাপন করলেন পবিত্র ঈদুল ফিতর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
যুদ্ধের মধ্যেই ইউক্রেনের মুসলিমরা সোমবার উদযাপিত করলেন পবিত্র ঈদুল ফিতর। রাজধানী কিয়েভে ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি সমবেত হন।
ইউক্রেন মুসলিম কাউন্সিলের প্রেসিডেন্ট সেয়রান আরিফভ বলেন, রুশ সামরিক আগ্রাসনে ইউক্রেনের অনেক মুসলিম বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। অনেকে দেশত্যাগ করে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। এ পরিস্থিতিতে ইউক্রেনের মুসলিমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন। শিগগিরই যুদ্ধের অবসান ঘটবে– এমনটাই প্রত্যাশা ইউক্রেন নাগরিদের। জাতিসংঘের হিসেব মতে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে ২ হাজার ৮৯৯ জন বেসামরিক মানুষ নিহত এবং ৩ হাজার ২৩৫ জন আহত হয়েছেন। আর বাস্তুহারা হয়েছেন ৭৭ লাখ এবং দেশ ছেড়েছেন ৫৪ লাখ ইউক্রেন নাগরিক।