যুদ্ধ বন্ধে ভারতকে মধ্যস্থতার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ০২:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
সেপ্টেম্বরে ভারতে বসছে জি-টুয়েন্টি সম্মেলন। তার প্রস্তুতি নিতে ভারতের নয়াদিল্লীতে দুদিনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষ হয়েছে। প্রথমবারের মতো অতিথি সদস্য হিসেবে আমন্ত্রিত বাংলাদেশের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন । ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেন। ভারতকে অনুরোধ জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রস্তাব দিতে।
জি টুয়েন্টির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বুধবার ঢাকা ছাড়েন ড. এ কে আব্দুল মোমেন।
এবারই প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তার অতিথি সদস্য হিসেবে বৃহস্পতিবার তিনি যোগ দেন সম্মেলনের মূল পর্বে। বিশ্ব মোড়লদের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীরাও অংশ নেন এই সম্মেলনে।
ভারতের রাজধানী নয়াদিল্লীতে সংবাদমাধ্যম ডব্লিউ-আই-ও-এন’কে সাক্ষাৎকার দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে ভারত।
পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ইস্যুতে নিষেধাজ্ঞার বিষয়ে। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের জন্য এটি প্রতিবন্ধকতা বলেও মত দেন তিনি।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে বেশির সমস্যার সমাধানের পথে। দুদেশের সীমান্ত সমস্যা নিয়েও কথা বলেন ড. মোমেন।
রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ভারতীয় গণমাধ্যমকে জানান ড. আব্দুল মোমেন।
ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান সমগ্র অঞ্চলজুড়ে বিপর্যয়ের পাশাপাশি বিশাল নিরাপত্তা সমস্যা তৈরি করছে। তাদের প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।