যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০১:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ১৬১১ বার পড়া হয়েছে
চলমাল রাশিয়া-ইউক্রেন, ইসরাইল-ইরান-প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের ব্যাংককে ইউএনএসকাপ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখারও আহ্বান শেখ হাসিনা।
ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে ২২ এপ্রিল থেকে শুরু হয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের-ইউএনএসক্যাপ সম্মেলনের ৮০তম অধিবেশন। পাঁচ দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিরা।
সফরের দ্বিতীয় দিনে কমিশনের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। শিক্ষা, সামাজিক নিরাপত্তা, ডিজিটাল দেশ গঠন ও দারিদ্র বিমোচনে তাঁর সরকারের সফলতার কথা তুলে ধরেন।বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।বাংলাদেশ কোনো যুদ্ধকে সমর্থন করে না উল্লেখ করে বিশ্ব নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছিলো মানবিক প্রেক্ষাপটে। কিন্তু তারাই এখন বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্ব হচ্ছে জানিয়ে, মিয়ানমারে তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে আসিয়ানদের প্রতি জোরালো ভুমিকা রাখার আহবান জানান শেখ হাসিনা।