যুবদল নেতা হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
- আপডেট সময় : ০৬:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদরে যুবদল নেতা হত্যা মামলায় ৭ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার আরও ১১ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা হয়। অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয়েছে। নিহত আনোয়ার হোসেন দত্তপাড়ার শ্রীরামপুর যুবদলের সভাপতি ছিলেন। মামলার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ২০১১ সালের ৪ জুন দত্তপাড়া বাজারের তার ভাইয়ের নির্বাচনী অফিসে ছিলেন। এ সময় আসামীরা নির্বাচনী অফিসে হামলা করে আনোয়ারকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পর দিন তার বড়ভাই মো. আশেক ই এলাহী ওরফে বাবুল বাদী হয়ে সদর থানায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে হত্যা মামলা করেন।