যুব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
যুব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংলিশ যুবারা।
অ্যান্টিগায় টস হেরে আগে ব্যাট করে ২০৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। চলতি আসরে টানা চতুর্থ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন ডেওয়াল্ড ব্রেভিস। বাকিদের কেউ সুবিধা করতে পারেননি। চার উইকেট নিয়ে সফরকারী ইনিংসে ধস নামান রেহান আহমেদ। জবাবে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। ১১০ রানের উদ্বোধনী জুটি গড়েন জ্যাকব ব্যাথেল ও জর্জ থমাস। ১৯ রানে থমাস আউট হলেও অবিচল ছিলেন জ্যাকব। এই ওপেনারের ৮৮ রানে ১১২ বল হাতে রেখে জয় পায় ইংল্যান্ড। ৪৭ রানে অপরাজিত ছিলেন উইলিয়াম। শনিবার কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।