যেসব শিক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছেন তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ২০৫৩ বার পড়া হয়েছে
যেসব মেডিকেল শিক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, প্রশ্ন জালিয়াতিতে জড়িত কাউকে ছাড় দেয়া হবে-না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এমবিবিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সারাদেশে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে জানিয়ে সরকার ভালো মানের চিকিৎসক তৈরির লক্ষ্যে কাজ করছে বলে জানান মন্ত্রী।
ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয় ২০২৩-২৪ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এবছর ১০৪টি মেডিক্যাল কলেজের ১১ হাজার ৬শ ৭৫টি আসনের জন্য এক লাখ চার হাজার ৩শ ৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, এবার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
কোনোরকম প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর সুযোগ দেয়া হয়নি বলে জানান ডা. সামন্ত লাল সেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, এবার পরীক্ষা ভালো হয়েছে। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের প্রশ্নপত্র নিয়ে মিশ্র মত ছিলো কিছু শিক্ষার্থীর। এবার এমবিবিএস কোর্সে এক হাজার ৩০টি আসন বৃদ্ধি করায়, সরকারি মেডিক্যাল কলেজের জন্য পাঁচ হাজার ৩শ ৮০টি বেসরকারি মেডিক্যালে ছয় হাজার ৩শ ৪৮টি এবং আর্মি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য ৩শ ৭৫টি আসন বরাদ্দ করা হয়েছে।