যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখা হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখা হবে। কোনোভাবেই অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা দখল করতে দেয় হবে না। অবাধ ও সুষ্ঠুভাবে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানেরও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
লন্ডনে বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপ- এপিপিজি’র প্রতিনিধি দল তাজ হোটেলে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ক এপিপিজির চেয়ারপার্সন রুশনারা আলী এমপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসময় উপস্থিত ছিলেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে এপিপিজি প্রতিনিধি দলকে শেখ হাসিনা বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় সব সংস্কার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শেখ হাসিনা ব্রিটেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরো বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ছে। তিনি দক্ষিণ কোরিয়া, ভারত ও জাপানের মতো বাংলাদেশেও যুক্তরাজ্যকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দেন। রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে যুক্তরাজ্যের আরো কার্যকর সহযোগিতা চান তিনি।