যে কোনো সময় ভূমিকম্প ছাড়াই হঠাৎ করে দেবে যেতে পারে সিলেট নগরী
- আপডেট সময় : ০৫:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ভূগর্ভস্থ পানি ও গ্যাস উত্তোলন, জলাশয় ভরাট, নির্বিচারে টিলা ও পাহাড় ধ্বংসসহ নানা কারণে যে কোনো সময় ভূমিকম্প ছাড়াই হঠাৎ করে দেবে যেতে পারে সিলেট নগরী। এমন আশংকা করছেন বিশেষজ্ঞরা। ছোটখাটো দুর্যোগ মোকাবেলায় ব্যবস্থা থাকলেও, বড় ধরনের বিপর্যয় সামলাতে সক্ষম নয় সিটি করপোরেশন।
ডাউকি ফল্টের পাশে অবস্থানের কারণে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে সিলেট। গত ২৯ ও ৩০ মে কয়েক ঘণ্টার মধ্যে অন্তত সাতবার অস্বাভাবিক ভূকম্পনের পর সে আশংকা বেড়েছে কয়েকগুণ।
তবে, ভূমিকম্প ছাড়াও হঠাৎ দেবে যেতে পারে সিলেট নগরী। ছ’মাত্রার ভূমিকম্পকে বেইজ লেভেল ধরে ১৮৯৭ সালের পর এ অঞ্চলে এক’শ থেকে এক’শ বিশ বছরের মধ্যে বড় ভুমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের।
নগরবাসীর পানির চাহিদার পুরোটাই আসে ভূগর্ভস্থ থেকে। এ অঞ্চল থেকে গ্যাস তোলা হয়। নির্বিচারে কাটা হয়েছে পাহাড় ও টিলা। ভরাট করা হয়েছে জলাশয়। পরিবেশ কর্মীরা বলছে, প্রকৃতি তার স্বরূপে ফিরতে প্রতিশোধ নিতে পারে।
বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন গড়ে তোলায় শংকা বাড়ছে বলে স্বীকার করেন, সিসিক মেয়র। এদিকে, নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় সরু রাস্তার জন্য দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায়ও সমস্যা হবে বলে জানায়, ফায়ার সার্ভিস। কয়েক দফা ভূমিকম্পের পর প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাত থেকে ১০ দিনের জন্য ঝুঁকিপূর্ণ মার্কেট বন্ধ রেখেছে, নগর কর্তৃপক্ষ। এসব ভবনের ব্যাপারে দ্রুত স্থায়ী সমাধান চান সচেতন নাগরিক সমাজ।