যে কোন পরিস্থিতিতে চেইন অব কমাণ্ড মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
শৃঙ্খলা বাহিনী হিসেবে বিজিবি সদস্যদের সব সময় চেইন অব কমাণ্ড মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবি দিবসের কুচকাওয়াজে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, বিজিবিকে বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী করে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। বলেন, শান্তিপূর্ণ উপায়ে সীমান্ত সমস্যা সমাধান করে বিশ্বের বুঁকে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিবস আজ। ২২৬ বছরে ঐতিহ্য ও গৌরব ধারণ করে সুশৃঙ্খল বাহিনী হিসেবে দেশে এবং দেশের বাইরে সুনাম কুড়িয়েছে সীমান্তের অতন্দ্র প্রহরীখ্যাত বিজিবি।
দিনটি উদযাপনে বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ কুচকাওয়াজের আয়োজন করে বিজিবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজিবির সালাম ও অভিবাদন গ্রহণ করেন তিনি।
বিশেষ গাড়ীতে উঠে বিজিবির আকর্ষণীয় কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকার প্রধান।
সাহসীকতা ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বিজিবির নির্বাচিত সদস্যদের মাঝে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন শেখ হাসিনা।
পাশাপাশি ২০০৯ সালে পিলখানায় শহীদ বিজিবি সদস্যদেরও শ্রদ্ধায় সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
যে কোন পরিস্থিতিতে শৃঙ্খলা ও চেইন অব কমাণ্ড মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান।
তিনি বলেন, আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সীমান্তরক্ষি বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
সীমান্ত সংকট নিরসনে ৭৫ পরবর্তী সরকারগুলোর উদাসিনতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ উপায়ে সীমান্ত সমস্যা সমাধান করে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ।
মুক্তিযুদ্ধে এবং রোহিঙ্গা ইস্যুতে বিজিবি সদস্যদের দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করে সবার দক্ষতা বৃদ্ধিতে বেশি বেশি প্রশিক্ষণ গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।