যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলো তা বিফল হতে দেয়া যাবে না
- আপডেট সময় : ০১:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলো তা বিফল হতে দেয়া যাবে না। তিনি বলেন, আবু সাঈদ এক পরিবারের সন্তান নয়, সে এখন ঘরে ঘরে। শনিবার রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারতের পর একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, শুধু বাংলাদেশ না, ছাত্ররা গোটা দুনিয়া পাল্টে ফেলতে পারবে।
শনিবার বেলা ১১টার পর রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আবু সাঈদের কবর জিয়ারত ও মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন প্রধান উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি বলেন, আবু সাঈদ মহাকাব্যের নায়ক। জাতি-ধর্ম নির্বিশেষে সকলেরই সন্তান আবু সাঈদ।
শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নে নিজের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন তিনি। বলেন, এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সকলের। এরপর সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূসকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা, এসময় উপস্থিত ছিলেন আবু সাঈদের মা ও পরিবারের অন্য সদস্যরা। জাতীয় পতাকা উড়িয়ে দেশের এ বীর সন্তানকে সন্মান জানান ড. ইউনূস।
পরে পীরগঞ্জ থেকে সড়কপথে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। সেখান তাদের চিকিৎসার খোঁজ-খবন নেন তিনি। সেখান থেকে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। প্রশাসনিক ভবনে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন তিনি। কোনো কাজেই পিছু না হটার পরামর্শ দিয়ে ড. ইউনূস বলেন, শিক্ষার্থীদের উপযুক্ত জায়গায় নিয়ে যেতে না পারার ব্যর্থতা আমাদের। গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ।