রংপুরের জামাল মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রংপুরের জামাল মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
ভোরে মার্কেটের ভেতরের একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল পৌনে ৬টা থেকে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এদিকে আগুনে পুড়ে গেছে ১৬টি গোডাউন ও ব্যবসা প্রতিষ্ঠান। কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করা হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে, সাভারে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লেগে একটি চলন্ত প্রাইভেটকার পুড়ে গেছে। তবে, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
গেলরাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।