রংপুরের জেলেপল্লিতে সহিংসতার ঘটনায় আরও ৪ জন গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
রংপুরের পীরগঞ্জের জেলেপল্লিতে সহিংসতার ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত পৃথক ৪ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬৪ জনকে।
সহিংসতার মূল হোতা বহিস্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মন্ডলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে । এ ঘটনায় এখন পর্যন্ত পৃথক ৪ টি মামলা দায়ের করা হয়েছে । মামলাগুলোর মধ্যে ৩টিই হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। ঘটনার মূল হোতা সৈকত মন্ডল এবং রবিউলকে আদালতে আনা হয়। এছাড়াও রিমান্ডে নেয়া ৩৭ জনকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়।