রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
সকালে উপজেলার বলধিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সেলফি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী জোয়ানা এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেলফি বাসের চালকসহ ৫ জন নিহত হন। পরে হাসপাতালে আরো একজন মারা যান। নিহত হন দুই বাসের অন্তত ৫০ যাত্রী। এদের মধ্যে আহত ৫ জনের অবস্থা আশংঙ্কাজনক। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
এদিকে, যশোর শহরের আরবপুর মোড়ে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত ৬ জন।