রংপুরে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও ব্যত্যয় ঘটছে হাট-বাজার গুলোতে
- আপডেট সময় : ০২:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনগনকে সুরক্ষিত রাখতে রংপুরে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও ব্যত্যয় ঘটছে হাট-বাজার গুলোতে। সামাজিক দুরত্ব তো দুরের কথা কোন নিয়মই মানছেনা ক্রেতা ও বিক্রেতারা। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। যদিও প্রশাসন বলছে জনগনের সুরক্ষায় খোলা মাঠে নিয়ে যাওয়া হবে বাজার গুলোকে।
বৈশ্বিক মহমারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই রংপুর নগরীতে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সেনা সদস্যরা যুক্ত হওয়ায় কঠোর অবস্থানে যায় প্রশাসন। যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানসহ জনগনের চলাচলে বিধিনিষেধও অরোপ করা হয়েছে।তবে খোলা রাখা হয় নিত্য পন্যের বাজার। কিন্তু গেল কয়েকদিন ধরে বাজারগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সামাজিক দুরত্ব বজায় রাখার তাগিদ লেসমাত্র নেই বাজার গুলোতে।
বাজার কমিটির নেতারা বলছেন, সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাটার নির্দেশনা দেয়া হলেও মানছেনা ক্রেতা-বিক্রেতারা। করোনার প্রাদুর্ভাব থেকে জনগনকে বাঁচাতে প্রয়োজনে কঠোর হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। আর সামাজিক দুরত্ব বজায় রাখতে বাজারগুলোকে উন্মুক্ত স্থানে নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। তবে বিশেষজ্ঞরা বলছেন, হাট-বাজারগুলোতে সামাজিক দুরত্ব নিশ্চিত করা গেলে অনেকাংশেই কমে আসবে করোনা প্রাদুর্ভাব।