রংপুরে চোলাই মদ পানে পাঁচজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রংপুর জেলার পীরগঞ্জের শানেরহাটে চোলাই মদ পানে পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় অপর দু’জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলো- খোলাহাটির আব্দুর রাজ্জাক, রায়তি সাদুল্লাপুরের দুলা মিয়া, বড় পাহাড়পুরের জাহিদুল হক, বাজিতপুরের চন্দন কুমার এবং হরিরামপুরের লুলু মিয়া। পুলিশ জানায়, শানেরহাট এলাকায় ঈদের রাতে চোলাই মদ পান করে তিন মাদক ব্যবসায়ীসহ সাতজন। রাতে বাড়িতে ফিরে মদের বিষক্রিয়ায় তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাদের ৫ জন নিজ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।