রংপুরে নিজ মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন কারাদন্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
রংপুরে নিজ মেয়েকে ধর্ষণের মামলায় বাবা মমিনুর ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান এ রায় দেন। জানা যায়, গঙ্গাচড়া উপজেলার মান্দ্রাইনের বাসিন্দা মমিনুর স্ত্রীকে নিজের চায়ের দোকানে পাঠিয়ে কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। ২০১৭ সালের ১২ মার্চ মেয়েকে আবারও ধর্ষণ করলে মেয়ে বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরে রংপুর নগরীর বাসস্ট্যান্ড থেকে মেয়েকে উদ্ধার করে বাড়িতে এনে জিজ্ঞাসাবাদ করলে সে সব খুলে বলে। এ ঘটনায় ১৩ মার্চ মেয়ের মা তার স্বামীর বিরুদ্ধে মামলা করে।