রংপুরে ন্যায্য দাম নিশ্চিত এবং রপ্তানির দাবিতে মহাসড়কে চাষীদের আলু ফেলে প্রতিবাদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
রংপুরে ন্যায্য দাম নিশ্চিত এবং রপ্তানির দাবিতে মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ জানিয়েছে জেলার কয়েক’শ চাষী।
দুপুরে মহানগরীর সাতমাথায় আলু ফেলে দিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন চাষিরা। এ সময় রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ স্টোরেজ ভাড়া বৃদ্ধিসহ উৎপাদন খরচ বেশি হওয়ায় এবার ১১ থেকে ১৩ টাকা খরচ হয়েছে প্রতি কেজি আলুতে। কিন্তু মাঠ পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকায়। এতে লোকসানের মুখে পড়েছে তারা। বিদেশে রপ্তানির সুযোগ তৈরী হলে লোকসান ঠেকানো যাবে বলে জানান তারা। এক ঘণ্টা পর পুলিশ এসে রাস্তা থেকে তাদের সরিয়ে দেন।