রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ কাল, সব প্রস্তুতি সম্পন্ন
- আপডেট সময় : ০২:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
কাল রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। মঞ্চ তৈরি থেকে শুরু করে সব প্রস্তুতি সম্পন্ন। নগরী জুড়ে তোরণ, ফেস্টুন, ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে। পরিবহন ধর্মঘট উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। আইনশৃংখলা বাহিনী নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা।
রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শনিবার। কেন্দ্রীয় অনেক নেতাই এখন রংপুরে অবস্থান করছেন। উদ্দেশ্য কর্মসূচিকে সফলতা দেয়া। এজন্য নানা ধরণের কৌশল অবলম্বন করে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন তারা।
সমাবেশকে কেন্দ্র করে রংপুর বিভাগে শুক্রবার ভোর থেকে চলছে গণপরিবহন ধর্মঘট। আগাম ঘোষণা থাকায় ২/৩ দিন আগেই সমাবেশস্থলে পৌঁছাতে শুরু করেছেন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নেতাকর্মীরা।
সমাবেশ স্থল পরিদর্শন শেষে বিএনপি দলীয় এমপি হারুন অর রশীদ অভিযোগ করেন, নেতাকর্মীদের ক্যাম্পে ডেকে নিয়ে যাচ্ছে রেব। এর বাইরে যানবাহন বন্ধ রেখে যে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চলছে তা পেরিয়ে যাবার প্রত্যাশা তার।
এ সমাবেশেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন সফল হবে প্রত্যাশা দলের নেতাদের।