রংপুরে মামার হাতে ভাগ্নে খুনের প্রধান আসামীসহ ৪ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
মামার হাতে ভাগ্নে খুনের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামী শের আলী ওরফে হানিফসহ ৪ জনকে গ্রেফতার করেছে রেব।
রংপুর রেব-১৩ সদর দপ্তরে উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে গত ২০ জুলাই নীলফামারীর ডিমলা ফেডারেশন বাজার এলাকায় ভাগ্নে খালেদ মাসুমকে মারধর করে মামা শের আলীসহ অন্যরা। মাসুমকে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। এ ঘটনায় ওই দিন থানায় ৬ জনের নামে মামলা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে রেব। গেল রাতে শিবগঞ্জ উপজেলার ডায়মন্ড মার্কেটের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী আবু তাহিরকে আটক করা হয়।
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ আবু সাঈদ নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রেব-৬। দুপুরে হরিনাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র বহন, ডাকাতি, চাঁদাবাজিসহ ৮টি মামলা রয়েছে।