রংপুর ও মেহেরপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
রংপুর ও মেহেরপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন।
রংপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। দুপুরে ঢাকা ছেড়ে আসা যাত্রী বোঝাই দিনাজপুরগামীএকটি বাস তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী আরেকটি বাসের সংগে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই নিহত হন তিন জন। পরে বিকেলে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়।
মেহেরপুর মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিত্বে আইনগত ব্যবস্থা নেয়া হবে।