রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ১৯২৯ বার পড়া হয়েছে
দীর্ঘ ২৭ বছর পর রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আওয়ামী লীগের আমলে বিএনপি সমাবেশ করতে পারলেও বিএনপির আমলে আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি। গ্রেনেড হামলা করে সমাবেশ ভঙ্গ করা হয়েছে।
জেলা স্কুল মাঠে আয়োজিত সম্মেলনে বক্তারা বলেন, ১১ নভেম্বরের পর রাজপথ দখল করে রাখবে যুবলীগ। তখন কোনো দুষ্কৃতিকারী কোনো স্থান থাকবে না।সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। ভাওয়াইয়া ও দেশাত্মবোধ গানে মঞ্চ মাতিয়ে রাখে শিল্পীরা । দীর্ঘ দিনের ব্যবধানে সম্মেলন হওয়ায় উচ্ছাস প্রকাশ করে নেতাকর্মীরা। সম্মেলনে যোগদেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগ নেতা শাজাহান খান ও রমেশ চন্দ্র সেনসহ অনেকে।