রংপুর নগরীতে অনুমোদনহীন চারটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে প্রশাসন
- আপডেট সময় : ০৭:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
রংপুর নগরীতে অনুমোদনহীন চারটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে প্রশাসন।ক্লিনিকের মালিকদের ১ মাসের করাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । স্বাস্থ্যসেবা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।
এটি নগরীর ধাপ এলাকার মা-বাবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ক্লিনিক্যাল কোন সরঞ্জামাদি না থাকলেও দীর্ঘদিন থেকে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে অনুমোদনহীন এই হাসপাতালটি। হাসপাতালটিতে নিয়মিত কোন চিকিৎসক না থাকলেও ৮ মাস আগে মৃত্যুবরণ করা এক চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যবহার করা হতো এখানে।
একই অবস্থা নগরীর পপুলার হাসপাতালেরও। অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশের এই হাসপাতালটিতে নেই কোন আবাসিক চিকিৎসক। হাসপাতালটির দায়িত্বে থাকা একজন সেবিকা জানান, ১৭ জন রোগীর সেবায় নিয়োজিত রয়েছেন মাত্র একজন নার্স।
স্বাস্থ্যসেবার এমন অবস্থায় ভুঁইফোড় এসব ক্লিনিকে অভিযান চালায় মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দারা। এসময়ে চারটি ক্লিনিক সিলগালাসহ সাজা দেয়া হয় এক ক্লিনিক মালিককে।
স্বাস্থ্য বিভাগকে দালালমুক্ত করাসহ স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশের এই কর্মকর্তা।
রংপুরে পাঁচ শতাধিক ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থাকলেও অনুমোদন রয়েছে মাত্র ১২৫টির।