রঙতুলির আঁচড়ে চিরচেনা রুপে সাজছে প্রতিমা
- আপডেট সময় : ০২:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
বছর ঘুরে আবারো আসছে দুর্গাপূজা। রঙতুলির আঁচরে রাঙ্গিয়ে তোলা হচ্ছে প্রতীমা। গত বছর কুমিল্লা মহানগরীতে মূর্তীর পায়ে কোরআন রাখায় ঘটে যাওয়া সহিংসতা নিয়ে এখনো আতংকিত স্থানীয়রা। তবে যে কোন সহিংসতা এড়াতে প্রস্তুত প্রশাসন। এদিকে, দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বইছে আনন্দ-উচ্ছাস। প্রতিমা তৈরিতে লোকসান হলেও বাপ-দাদার এ পেশা ধরে রেখেছেন কারিগররা।
কুমিল্লা জুড়ে পূজা উদযাপনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। রঙতুলির আঁচরে সাজানো হচ্ছে প্রতিমা। সময়মত প্রতিমা পৌঁছে দিতে রাতদিন কাজ করছেন প্রতিমা কারিগরেরা।
আনন্দের এ উৎসবে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা যেন না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখবে প্রশাসন-এমন প্রত্যাশা হিন্দু সম্প্রদায়ের।
দুর্গাৎসব ঘিরে কয়েক স্তরের নিরাপত্তাসহ মন্ডপ ও আশেপাশ সড়কে সিসি ক্যামেরা লাগানোর কথা জানালেন জেলা প্রশাসক।
প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবিলার কথা বললেন, সরকার দলীয় এই সংসদ সদস্য।
কুমিল্লায় এ বছর ৭৯৪টি মন্ডপে পূজা উদযাপন করা হবে।
এদিকে.. পিরোজপুরের পাল পাড়ায়ও প্রতিমা তৈরির কাজ শেষ দিকে। রঙতুলির ছোঁয়ার দূর্গা প্রতিমাসহ অসুর, কার্তিক, গনেশ, লক্ষ্মী, সরস্বতির চিরচেনা মুখ ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। তবে তারা বলেন, প্রতিমা তৈরির কাঁচা মালের দাম বৃদ্ধিতে লোকসান করেও বাপ-দাদার এই পেশা ধরে রেখেছেন।
এ বছর জেলার ৫৭৮টি মন্দিরে পূজা হবে। মন্ডপে মন্ডপে এখন চলছে প্রতিমা সাজানোর কাজ। শাস্ত্রীয় বিধান মতে এ বছর দেবী দুর্গা গজে আগমন করবেন এবং নৌকায় গমন করবেন।
পূজা শুরুর দিন থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটি মন্দিরে পুলিশ, আনসার ছাড়াও রেবের ভ্রাম্যমান টিম দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আগামী ১ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসব শুরু। আর ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব।