রমজানকে সামনে রেখে বেড়েছে ডাল ও ছোলার দাম
- আপডেট সময় : ০৮:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারগুলোতে কোনোভাবেই কাটছে না ভোজ্যতেলের সংকট। আমদানীতে ভ্যাট প্রত্যাহারের পর দাম কমার পরিবর্তে কমেছে সরবরাহ। অন্যদিকে প্রতিদিনই উচ্চ মূল্যের তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক খাদ্যপণ্য। আসন্ন রমজানকে সামনে রেখে দাম বেড়েছে ডাল ও ছোলার। আর আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগী-মাংসসহ সব ধরনের আমিষ পণ্য।
সরকার গত ৬ ফেব্রুয়ারি সর্বশেষ ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয়। এর মধ্যে গেল দুই সপ্তাহে নতুন করে অস্থিরতা দেখা দেয় তেলের বাজারে। এক পর্যায়ে হঠাৎ বাজার থেকে উধাও হয়ে যায় তেল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ভোজ্যতেল আমদানীতে ভ্যাট প্রত্যাহার করে। এরপরও অস্থিরতা কাটেনি তেলে বাজারে। নির্ধারিত দামে বিক্রি শুরুর পর দেখা দিয়েছে ঘাটতি। খোলা সয়াবিন তেল বাজারে না থাকলেও আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল।
অধিক মূল্য এবং সরবরাহের ঘাটতির অজুহাতে হতাশ ক্রেতা এবং বিক্রেতা। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ সিন্ডিকেট করেই বাড়তি দামে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে তাদের।
আগের মত বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ মাংসসহ সবধরণের মুরগী। ভোজ্যতেলের পাশাপাশি অন্যসব খাদ্য পণ্যের চড়া মূল্যে ক্ষুব্ধ ক্রেতারা।
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম ভোজ্যতেল বিক্রি করলে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। গতকাল ব্যবসায়ীদের এক বৈঠকে এমন ঘোষণা দেয়া হয়।