রমজানে দাম নিয়ন্ত্রণে রাখতে খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ১৬৪২ বার পড়া হয়েছে
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দ্রুত বিচার আইন ২০২৪-এর খসড়ার নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সেই সাথে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তা কতটুকু কমানো সম্ভব হবে সে সিদ্ধান্ত নেবে এনবিআর। বিকেলে মন্ত্রিসভার বৈঠকশেষে সচিবালয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রপরিষদের সদস্যরা।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন।
বৈঠকের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দ্রুত বিচার এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী আইনের খসড়ার নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি জানান, আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মাহবুব হোসেন বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।