রমনা কালী মন্দিরে পরিদর্শনে গেলেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাজধানীর রমনা কালী মন্দিরে পরিদর্শনে গেলেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সকালে তিনি এই মন্দির পরিদর্শন করেন। মন্দির কতৃপর্ক্ষ ও সরকারে উদ্ধর্তন কর্মকর্তারা তাকে অভ্যার্থনা জানান।
এসময় তিনি বিশেষ প্রার্থনায় অংশ গ্রহণ করেন। সাথে ছিলেন তার স্ত্রী ভারতীয় ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ ও তাদের মেয়ে স্বাতী কোবিন্দ।প্রার্থনা শেষে রামনাথ কোবিন্দ কালী মন্দিরের নতুন ভবনের সম্প্রসারিত সংস্কার কাজের উদ্বোধন করেন। এসময় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আসেন রামনাথ কোবিন্দ। আজ দুপুরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ভারতের রাষ্ট্রপতি।