রশিদ মিয়াসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত
- আপডেট সময় : ০৮:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৬২৪ বার পড়া হয়েছে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঝিনাইদহ জেলার হলিধানী ইউনিয়নের সাবেক জামায়াত এবং বর্তমান আওয়ামী লীগ সভাপতি ও নির্বাচিত চেয়ারম্যান রশিদ মিয়াসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক। এসময় তারা বলেন, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ৭৫তম প্রতিবেদন। যেখানে অভিযুক্ত ৩ আসামীর মধ্যে একজন পলাতক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হত্যা, আটক, নির্যাতন ও লণ্ঠনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তদন্ত সংস্থার শীর্ষ কর্মকর্তারা। অভিযোগ গঠনের জন্য তদন্ত প্রতিবেদনটি রোববারই ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় তদন্ত সংস্থার কর্মকর্তারা।