রাঙামাটিতে অস্ত্র ও গোলবারুদসহ চার সন্ত্রাসী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
রাঙামাটিতে অস্ত্র ও গোলবারুদসহ চার সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
গোপন তথ্যের ভিত্তিতে রাঙামাটি সদর সেনা জোনের একটি দল গেলরাতে বরকল উপজেলার ছোট কাঠালী এলাকায় এ অভিযান চালায়। অভিযানে সুরেন চাকমা, অসিং চাকমা, অনিল চাকমা এবং সাইমন চাকমা নামের চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একে -২২ রাইফেল, ৭৭ রাউন্ড এ্যামুনেশনসহ রাষ্ট্র বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার উদ্ধার করা হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদেশী পিস্তুলে ও গুলিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেব-১৩। সকালে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ভাগদরিয়া গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে একটি বিদেশী পিস্তুল, গুলি এবং ইয়াবা উদ্ধার জব্দ করা হয়।