রাঙামাটিতে উপজাতীয় সন্ত্রাসীদের চাঁদাবাজিতে ফুঁসে উঠেছে মানুষ
- আপডেট সময় : ০৫:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পাহাড়ে থামছেনা চাঁদাবাজি। এবার চাঁদার খরগ নেমেছে সাধারণ খেটে খাওয়া মানুষের উপর। চাঁদার দাবিতে গত দুই মাসে রাঙামাটিতে ৪জনকে অপহরণ করে উপজাতীয় সন্ত্রাসীরা। চাঁদা না পেলে চলে হামলা, গুলি ও অগ্নি সংযোগ। এসব ঘটনায় ফুঁসে উঠেছে ভুক্তভুগিরা। চাঁদাবাজি ঠেকাতে কঠোর আন্দেলনে নামার হুমকি দিয়েছেন শ্রমিকরা।
কাধিক পাহাড়ি গ্রুপের বেপরোয়া চাঁদাবাজিতে আবারো অস্থির হয়ে উঠেছে রাঙামাটি। সরকারী বেসরকারী উন্নয়ন কর্মকান্ড, কৃষিকাজ, মৌসুমি ফল, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন কোন কিছুই রেহায় পাচ্ছে না চাঁদাবাজির কবল থেকে। গেল মাসে চাঁদার দাবিতে কাউখালী থেকে তিন ইটভাটা শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। এর আগে রাজস্থলী থেকে অপহরণ করা হয় ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে। গত বুধবার দিনে দুপুরে কাঠ বোঝাই ট্রাকে গুলি চালায় সন্ত্রাসীরা। ওইদিন রাতে অগ্নি সংযোগ করে একটি স-মিলে। এসব ঘটনায় আতংকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে।
এসব সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করতে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগিরা।
চাঁদাবাজদের আইনের আওতায় আনতে প্রশাসন ব্যর্থ হলে এবার কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন ব্যবসায়ী ও শ্রমিক নেতারা।
আইন শৃঙ্খলা বাহিনী বলছে, পাহাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরণের উদ্যোগ গ্রহণ করবে।
পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথ সেনা ক্যাম্প বৃদ্ধি জরুরী বলে জানান বিশিষ্টজনরা।