রাঙামাটিতে কেএনএফ এর ১০ সদস্য কারাগারে

- আপডেট সময় : ০৫:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৬৯১ বার পড়া হয়েছে
পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর ১০ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় রাঙামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আকতারের আদালতে আসামিদের হাজির করা হয়। পরে আদালত আসামিদের জেলা হাজতে পাঠানোর নিদের্শ দেয়।
এর আগে বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সুরা সদস্যসহ ৭ জন জঙ্গি এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। রাঙামাটি কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবদন করা হয়নি। প্রাথমিকভাবে আদালত হাজিরা দেয়া হয়েছে। তবে পরবর্তী হাজিরার দিন আসামিদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, আসামিদের বিরুদ্ধে রাঙামাটির বিলাইছড়ি থানায় মামলা করা হয়েছে।