রাঙামাটিতে থামছে না প্রকৃতি বিধ্বংসি কর্মকান্ড
- আপডেট সময় : ০২:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পাহাড় ধ্বস, ভূমিকম্পসহ প্রাকৃতিক দূর্যোগের ঝুঁকিতে থাকা পার্বত্য জেলা রাঙামাটিতে থামছে না প্রকৃতি বিধ্বংসি কর্মকান্ড। চলছে পাহাড় কাটা, বন উজার, বেআইনিভাবে স-মিল ও ইটভাটা নির্মাণ। সম্প্রতি রাঙামাটি শহরের আশে পাশে উদ্বেগজনক হারে বেড়েছে পাহাড় কাটার ঘটনা। প্রশাসন অভিযান চালিয়ে দুজনকে শাস্তিমূলক জরিমানা করেছে। পাহাড়ের প্রকৃতি বাঁচাতে পরিবেশ আইনের সঠিক প্রয়োগ দাবি করেছেন বিশিষ্টজনরা।
অসংখ্য উঁচু নিচু পাহাড় আর হ্রদ বেষ্টিত পার্বত্য জেলা রাঙামাটি। পাহাড়েই মানুষের জীবন জীবিকা। প্রকৃতির সাথে বসবাসকারী রাঙামাটির মানুষ প্রতিনিয়ত জেনে না জেনে বা জীবন জীবিকার তাগিদে ধ্বংস করছে পাহাড়ের প্রকৃতি। এতে মাঝে মাঝে প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে প্রকৃতি। ২০১৭ সালে রাঙামাটিতে ঘটে ভয়াবহ পাহাড় ধ্বসের ঘটনা। এ ঘটনায় মারা যায় ১৪০ জনেরও বেশি মানুষ। এর পরও থামছে না পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড। বসবাসের প্রয়োজন ছাড়াও বাণিজ্যিকভাবে চলছে পাহাড় কাটার মহোৎসব। তবে পাহাড় কাটা নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে ভূল ধারণা এবং জীবন জীবিকার অজুহাত।
সম্প্রতি রাঙামাটির রাঙাপানির পাহাড়ি গ্রাম সাধনাপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নির্বিচারে পাহাড় কাটার ঘটনা উদ্বেগ ছড়িয়েছে। এখানে পাহাড় কেটে মাটি বিক্রি করছে একটি অসাধু চক্র। প্রশাসন এ ঘটনায় দুই জনকে এক লক্ষ টাকা জরিমানা করে। পরিবেশ বিধ্বংসি এসব কার্যক্রম বন্ধ করতে পরিবেশ আইনের যথাযথ প্রয়োগের দাবি জানিয়েছেন বিশষ্টজনেরা।
পরিবেশ বিরোধী যে কোন কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি পরিবেশ আইনের কঠোর প্রয়োগের কথা জানালেন স্থানীয় প্রশাসন।