রাঙামাটির কাপ্তাই হ্রদে মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
তিন মাস ১৭ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা ও বিপণন শুরু হচ্ছে।
গত ১ মে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতে তিন মাসের জন্য হ্রদে শিকার ও বিপণনের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। কাপ্তাই হ্রদে মাছ ধরা ও বিপণন বিষয়-সংক্রান্ত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্মেলন কক্ষে ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান,রাঙামাটির মৎস্য উন্নয়ন করপোরেশনের বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলামসহ বাকীসহ কর্মকর্তারা।