রাঙামাটির কাপ্তাই হ্রদের জলেভাসা জমিতে শুরু হয়েছে বোরো ধান চাষ
- আপডেট সময় : ০২:৫২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রাঙামাটির কাপ্তাই হ্রদের জলেভাসা জমিতে শুরু হয়েছে বোরো ধান চাষ। কাপ্তাই হ্রদের পানি কমতে থাকায় পাহাড়ি ঘোনায় ভেসে উঠা জমিতে চাষাবাদে ব্যস্ত হয়ে উঠেছে পাহাড়ি চাষিরা। তবে সেচ সংকট আর কৃষি পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে চাষিদের। এদিকে নির্ধারিত সময়ের আগে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন জলেভাসা জমির চাষিরা।
রাঙামাটিতে কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদে শীত মৌসুমে পাহাড়ি ঘোনায় জেগে উঠে চাষাবাদযোগ্য জমি। বলা হয় জলেভাসা জমি। পলি ভরাট জমিতে লাঙ্গল ছাড়াই ধান রোপন করে পাহাড়ীরা। এ বছর রাঙামাটিতে সাড়ে ৩ হাজার হেক্টর জলেভাসা জমিতে চাষাবাদে ব্যস্ত হয়ে উঠেছে কৃষকরা। তবে সেচ সংকট আর কৃষি পণ্যের বাড়তি দরে চাষীরা দিশেহারা।
জলেভাসা জমিতে নভেম্বর মাস থেকে চাষাবাদ শুরু হয়ে চলে এপ্রিল পর্যন্ত। কিন্তু এপ্রিলে বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে তলিয়ে যায় ফসলের মাঠ। অনেকটা ভাগ্যের উপর নির্ভর হয়ে চাষাবাদ চলে। চাষাবাদের কথা বিবেচনা করে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার নীতিমালা নির্ধারণের দাবি জানিয়েছেন চাষিরা। বীজ ও পানি সংকট নিরসনে নানা উদ্যোগের কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তা। জেলায় ১ লাখ ৮৩৯০ মেট্রিক টন খাদ্য চাহিদার বিপরীতে উৎপাদিত হয় ৭০ হাজার ৫৯৮ মেট্রিক টন খাদ্য শষ্য।